
নতুন নতুন মডেলের টেলিভিশন আনার পাশাপাশি অধিক পরিবেশবান্ধব রিমোট কন্ট্রোল আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। চলমান কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো (সিইএস) এ এই ঘোষণা দেয়া হয়।
সোলার সেল রিমোট কন্ট্রোলটি ঘরের ভিতরের ও বাইরের উভয় আলোয় চার্জ হবে। আর সেটিও যথেষ্ঠ না হলে চিরাচরিত ইউএসবি ব্যবহার করে রিমোটটি চার্জ দেয়া যাবে।
স্যামসাংয়ের ভাষ্যমতে, নতুন রিমোটটি খুবই পরিবেশবান্ধব। এর ৩১ গ্রামের প্লাস্টিকের ২৪ শতাংশ রিসাইকেল করা পলিথিলিন টেরিপটেলেট দিয়ে তৈরি।
২০২১ সালের সকল স্যামসাং টেলিভিশনের সাথে এই রিমোট থাকবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রোনিক্স জায়ান্টটি।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে।