
ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’ চলতি বছরের শুরু থেকেই নানা সমালোচনার সম্মুখীন হচ্ছে। নতুন প্রাইভেসি পলিসি প্রকাশের পর থেকেই এই সমালোচনা তৈরি হয়েছে। অনেক গ্রাহক জনপ্রিয় এই মেসেজিং সেবা ছেড়ে টেলিগ্রাম, কিংবা সিগন্যালে যুক্ত হয়েছেন।
শুধু হোয়াটসঅ্যাপ নয়, মালিকানা প্রতিষ্ঠান ফেসবুক এবং ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গকেও দোষী সাব্যস্ত করা হচ্ছে প্রযুক্তি দুনিয়ায়। ফলে বেশ বেকায়দায় রয়েছেন সংশ্লিষ্ঠরা। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে প্রাইভেসি পলিসিটি সংশোধন করে সেটি ঘোষণা করার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ।
সামনের সপ্তাহে ব্যবহারকারীদের এই নতুন প্রাইভেসি পলিসি সম্পর্কে অবহিত করা হবে। জানানো হবে নতুন কী ধরণের পরিবর্তন এসেছে এবং পলিসি মেনে নেয়ার আগে গ্রাহকদের কোন বিষয়গুলো সম্পর্কে জানতে হবে।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে হোয়াটসঅ্যাপে একটি ব্যানার প্রদর্শন করা হবে। সেখানে সহজেই ব্যবহারকারীরা নতুন পলিসি পড়তে পারবেন। আমরা যা শুনছি যে সম্পর্কে আরও বিস্তারিত জানতে চেষ্টা করা হবে। একইসাথে ব্যবহারকারীদের এই পলিসি রিভিউ করার এবং সম্মতি দেয়ার বিষয়ে মনে করিয়ে দেয়া হবে।
আগামী ১৫ মে এর মধ্যে ব্যবহারকারীদের নতুন পলিসিতে সম্মতি দিতে হবে, কারণ ঐ সময় থেকে নতুন পলিসি কার্যকর হবে।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে।