
স্যামসাং তাদের স্মার্টফোনের নিরাপত্তা বাড়াতে জোরালো পদক্ষেপ নিয়েছে। চিরাচরিত আপডেট সময়সীমা বৃদ্ধি করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটি।
২০১৯ থেকে বাজারে আসা জেড, এস, নোট, এ, এম, এক্সকাভার এবং ট্যাব সিরিজের সকল গ্যালাক্সি ফোন অন্তত চার বছর নিরাপত্তা আপডেট পাবে বলে জানানো হয়েছে। এই তালিকায় বর্তমানে ১৩০টির অধিক মডেলের স্মার্টফোন রয়েছে।
এগুলো শুধুমাত্র নিরাপত্তা আপডেট, অপারেটিং সিস্টেমের বড় ধরণের আপডেট নয়। স্যামসাং সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপের জন্য তিন জেনারেশনের অ্যান্ড্রয়েড ওএস আপডেট প্রদানের নিশ্চয়তা দিয়েছে। তবে নিরাপত্তা আপডেটের বিষয়টি সম্পূর্ণ আলাদা।
নিরাপত্তা আপডেটটি প্রতি প্রান্তিকে কিংবা প্রতি মাসে হতে পারে। স্থান কিংবা অপারেটরভেদে বিভিন্ন ডিভাইসে এই সময়সীমা ভিন্ন হতে পারে।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে।
I also tried to take pictures, but this bangs are really good. It’s so good to wear it. It’s so beautiful, sisters, let’s buy it together.