
দু’মাস ধরে কমতে থাকা মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ডিসেম্বরে বেড়েছে সাড়ে ৪ লাখ।
যেখানে এর আগে মাস নভেম্বরে ২ লাখ মোবাইল ইন্টারনেটে ব্যবহারকারী কমে গেছে। তারও আগের মাস অক্টোবরে ৩ লাখ ৭২ হাজার এই ইন্টারনেট ব্যবহারকারী কমেছিলো।
বিটিআরসির সর্বশেষ হিসাবে ২০২০ সালের ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা হয়েছে ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার।
নভেম্বরে এই সংখ্যা ছিলো ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার। অক্টোবরে ছিলো ১০ কোটি ২১ লাখ ৬ হাজার। আর সেপ্টেম্বরে এটি ছিলো ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার।
টানা পাঁচ মাস বৃদ্ধি পর টানা দুই মাস ধরে কমে আবার বাড়তে শুরু করলো এই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে।