
বেশ কয়েক বছর ধরেই ক্যামেরার বাজারে জোরালো নজর দিয়েছে সনি। আর তারই নতুন সফলতা পেয়েছে কোম্পানিটি। নিকনকে সরিয়ে ক্যাননের পরেই অর্থাৎ বাজারে দ্বিতীয় স্থান অধিকার করেছে সনি। খবর এফএসটপার্স।
নিক্কেইতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থবছরে ডিজিটাল ক্যামেরা বিক্রিতে নিকনকে ছাড়িয়ে গেছে সনি। কোম্পানিটি চলতি বছরে ১১০ মিলিয়ন ডলার লাভের প্রত্যাশা করলেও ৯২ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। মূলত মিররলেস ক্যামেরার বাজারে প্রবেশে নিকনের অনীহা থাকার কারণে সনি বাজারে শেয়ার ও উদ্ভাবনে এগিয়ে গেছে।
যদিও তিন কোম্পানিই এখনও নিচের দিকে যাচ্ছে। তবে সনি এক্ষেত্রে অনেকটা ধীরগতিতে নিচে যাচ্ছে। আগামী ২০২১ সাল নাগাদ ক্যামেরার বাজারে প্রথম স্থান অধিকার করতে চায় সনি।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে