
বছর শেষে ৯ লাখের বেশি গ্রাহক এসেছে ব্রডব্যান্ডে। বিটিআরসির সর্বশেষ হিসাবে ২০২০ সালের ডিসেম্বর শেষে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লাখ ২২ হাজার।
তিন মাস পরপর আপডেট হওয়া এই হিসাবে এর আগে সেপ্টেম্বরে এই সংখ্যা ছিলো ৮৬ লাখ ৫৬ হাজার।
জুনে ছিলো ৮৫ লাখ ৭১ হাজার । আর বছরের প্রথম তিন মাস শেষে মার্চে প্রকাশিত আপডেট হিসেবে ছিলো ৮০ লাখ ৮৪ হাজার গ্রাহক।
পরিসংখ্যান বলছে বছরজুড়েই বেশ গতিতেই ব্রডন্ডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে।
105 Views