
হুয়াওয়ে তাদের ফোন ইউনিট বিক্রি করছে না এমন দৃড় সিদ্ধান্তের কথা সম্প্রতি ঘোষণা করেছে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। হবে সামনের দিনগুলো যে খুব ভালো যাবে সেটিরও নিশ্চয়তা নেই।
জানা গেছে, চলতি বছর হুয়াওয়ে তাদের স্মার্টফোন উৎপাদন ৬০ শতাংশ কমাবে। খবর জিএসএম এরিনা।
এক সূত্রের বরাত দিয়ে নিক্কেই এশিয়া জানিয়েছে, চলতি বছর সাত থেকে আট কোটি স্মার্টফোন তৈরির পরিকল্পনা করেছে হুয়াওয়ে। অথচ গত বছরেই চীনের এই প্রযুক্তি জায়ান্টটি ১৮ কোটি ৯০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে প্রায় ২৪ কোটি ইউনিট ফোন সরবরাহ করেছিলো হুয়াওয়ে।
হুয়াওয়ে ফাইভজি ফোনের প্রয়োজনীয় কম্পোনেন্ট সংগ্রহ করতে না পারায় ফাইভজি ফোন বানাতে পারবে না, তাই তাদেরকে ফোরজি ফোনের নজর রাখতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে হাইএন্ডের পাশাপাশি সব ধরণের ফোনেই এই প্রভাব পড়বে।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে।