
কম্পিউটার-চিপ ঘাটতির কারণে ধীর গতিতে চলছে অডির উৎপাদন। অডির প্রধান মার্কাস ডুয়েসম্যান জানিয়েছেন, বছরের প্রথম প্রান্তিকে ১০ হাজারের কম গাড়ি তৈরি করতে পারবে তারা এবং এ কারণে ১০ হাজারের বেশী শ্রমিককে ছুটিতে রাখা হয়েছে।
অডির মূল কোম্পানি ভক্সওয়াগেন গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী হোন্ডার মতো চিপের অভাবে এই ধীরে চলো নীতি ঘোষণা করেছে।
ডুয়েসম্যান জানিয়েছেন, নতুন গাড়ি বিক্রির জন্য ২০২০ সালটা ছিলো বেশ খারাপ। ফলে কম্পিউটার চিপ তৈরির চীনা কারখানা থেকে নিজেদের অর্ডার বাতিল করতে থাকে নির্মাতারা। কিন্তু তারপর, বছরের শেষে,রবাজারের চাহিদা দেখে সবাই বেশ বিস্মিত হয়ে পড়েন। যদিও এখন নতুন চিপ অর্ডার করা সহজ নয়।
এদিকে সিসিএস ইনসাইট বিশ্লেষক জিওফ ব্লাবার বলেছেন, “সেমিকন্ডাক্টার উৎপাদক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে কিন্তু সিলিকন উৎপাদনে সক্ষম কোম্পানির গুলোর পুলের সংখ্যা অত্যন্ত সীমিত। তাই বাজারে চাহিদা বেশি কিন্তু সরবরাহ অপর্যাপ্ত। আর যে কোন আকস্মিক চাহিদা মেটানো রীতিমতো দুরুহ ব্যাপার।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে।