
এসিডি মার্কেট (Aisidi Market) অ্যাপে প্রথম কেনাকাটায় ২০০ টাকা ছাড় এবং এসিডি থেকে চার হাজার টাকার ভাউচার কিনলে পুরো মাস জুড়ে পাঁচ হাজার টাকার গ্রোসারি পণ্য কিনতে পারবেন ক্রেতারা। অর্থাৎ এক হাজার টাকার বাজার মিলেবে সম্পূর্ণ ফ্রি।
আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ মিলবে বলে জানিয়েছেন এসিডি ডটকম ডট বিডি’র ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ তৌফিকুল ইসলাম।
এসিডিই প্রতিষ্ঠানটির ওয়েব ঠিকানা অথবা গুগল প্লেস্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে এই সুযোগ নিতে পারবেন আগ্রহীরা।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে।
87 Views