
চলতি বছরের শেষের দিকে মাইক্রোসফট তাদের অফিস প্রোগ্রামের দুইটি সংস্করণ উন্মুক্ত করবে। বৃহস্পতিবার সফটওয়্যার জায়ান্টটি এই ঘোষণা দিয়েছে।
বছরের দ্বিতীয়ার্ধে ম্যাক এবং উইন্ডোজ পিসির জন্য অফিস ২০২১ উন্মুক্ত করা হবে। অফিস ২০১৯ এর মতোই এটি আলাদাভাবে কেনা যাবে, ফলে মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না।
তবে এই সংস্করণে কী ধরণের নতুন ফিচার যুক্ত হবে সে বিষয়ে কিছু বলেনি মাইক্রোসফট। তবে এক নোটে অফিস ২০২১ এবং এটির এন্টারপ্রাইজ সংস্করণ অফিস এলটিএসসি এর জন্য পাঁচ বছরের গ্রাহক সহায়তা দেয়া হবে বলে জানানো হয়েছে।
উন্মোচনের আগে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানিয়েছে মাইক্রোসফট।
জানা গেছে, এলটিএসসি সংস্করণে ডার্ক মোড সাপোর্ট এবং অ্যাক্সেসিবিলিটি উন্নত করা হয়েছে। তবে কনজ্যুমার সংস্করণেও অধিকাংশ ফিচার আসবে।
প্রযুক্তির পথ ও জয়গানের সব খবর তুলে এনে জীবন সহজ করছে ITSohor। দেশ ও বিদেশের প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনঃ আইটি শহরে।
আপনার মতামত, লাইক ও কমেন্টের সঙ্গে থাকুন আমাদের আইটি শহরের ফেসবুক ফ্যান পেজে।